থিয়াগো সিলভার সাথে নতুন চুক্তিতে চেলসি

ফুটবল বিশ্বে রক্ষনভাগের একটি বড় বিজ্ঞাপনের নাম ব্রাজিলিয়ান ফুটবল তারকা থিয়াগো সিলভা। জাতীয় দলে যেমন নিজেকে ভরসার প্রতীক হিসেবে উপস্থাপন করেছে, ক্লাব ফুটবলেও তার ব্যতিক্রম নয়।

বয়স ৩৮ পেরিয়ে গেছে কিন্তু সিলভার কাছে সেটা শুধু সংখ্যা মাত্র। রক্ষণভাগে এখনো বড় ভরসা থিয়াগো সিলভা। ব্রাজিলের এই ডিফেন্ডারকে এখনো ছাড়তে নারাজ চেলসি। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে আরও এক মৌসুম।
ইংলিশ ক্লাবটি জানায়, ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন সিলভা। ২০২০ সালে পিএসজি থেকে চেলসিতে পাড়িদেন সিলভা। চেলসির হয়ে এখনও পর্যন্ত খেলেছেন তিনি ১০৬টি ম্যাচে। চেলসির জার্সিতে জিতেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।

নতুন চুক্তি স্বাক্ষর করে সিলভা বলেন, ক্লাবে শুরুর সময়টায় ভাবতেও পারেননি এত দিন এখানে রয়ে যাবো। এখানে যখন প্রথম চুক্তি স্বাক্ষর করেছিলাম, তা ছিল শুধু মাত্র এক বছরের জন্য। এখনে চার বছর হয়ে গেল! আমি এখন কিছু ভাবতেও পারিনি। তবে এখন আমার জন্য নতুন চুক্তি স্বাক্ষর করা ও চেলসিতে থেকে যাওয়া দারুণ স্পেশাল।

এছাড়া সিলভার নতুন চুক্তি নিয়ে ক্লাবের চেয়ারম্যান টড বহেলি বললেন, সামনেও সিলভার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে চেলসির। সে বিশ্বমানের এক প্রতিভা, ক্লাব ও দেশের হয়ে নিজেকে প্রমাণ করে আসছেন অনেক বছর ধরে এবং তার অভিজ্ঞতা, মান ও নেতৃত্বগুণ আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে খুব গুরুত্বপূর্ণ।

ব্রাজিলের হয়ে এখনও পর্যন্ত ১১৩টি ম্যাচ খেলেছেন সিলভা। গত বিশ্বকাপে তিনিই ব্রাজিলের অধিনায়ক ছিলেন।

এনবিএস/ওডে/সি

news