তিন কোটির বেশি হোটেল বিল দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

কাতার বিশ্বকাপ ব্যর্থতা কাঁধে নিয়ে ইংল্যান্ড ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন দুই মাস হতে চললো। সৌদি ক্লাব আল নাসেরে নাম লেখানোর পর পছন্দ মতো বাড়ি না পাওয়ায় এতদিন একটি বিলাসবহুল হোটেলে পরিবারসহ দিনযাপন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হোটেলযাপন আপাতত শেষ। অবশেষে নিজের পছন্দমতো বাড়ি খুঁজে পেয়েছেন পর্তুগিজ তারকা। তবে এতদিন হোটেলে থাকার কারণে যে পরিমাণ অর্থ রোনালদোকে দিতে হচ্ছে, তা শুনে অনেকে অবাক হয়েছে।

রোনালদো ছিলেন ফোর সিজনস নামক হোটেলের কিংডম টাওয়ারে। দেশটির অন্যতম সেরা বিলাসবহুল হোটেল এটি। বলা হচ্ছে, সেখানকার অন্যতম সেরা স্যুটে রাখা হয়েছিল তাকে। রোনালদো ছাড়াও তার পরিবার, বন্ধুবান্ধব এবং নিরাপত্তারক্ষীদের জন্য ছিল আরও ১৭টি ঘর। সব সুযোগসুবিধা সংবলিত এই হোটেলটিতে থাকতে রোনালদোর খরচ হয়েছে আড়াই লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ২০ লাখ টাকার মতো। রোনালদোর রুম থেকে গোটা রিয়াদ শহর দেখা যেত। সৌদি আরবের অন্যতম সেরা উঁচু ভবন ছিল সেটি। এছাড়া থিয়েটার, জিমনেসিয়াম, স্পাসহ যাবতীয় সবই ছিল সেখানে।

ছেলের সঙ্গে থাকতে সম্প্রতি রিয়াদে গিয়েছেন রোনালদোর মা। মাকে সঙ্গে নিয়েই নতুন বাড়িতে উঠছেন রোনালদো। তবে সৌদির কোথায় রোনালদোর বাড়ি, তা এখনও জানা যায়নি।

এনবিএস/ওডে/সি

news