টমাস টুখেলকেই আবার কোচের দায়িত্ব দিচ্ছে পিএসজি

টমাস টুখেল একটা সময় ফরাসি ক্লাব পিএসজির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেবার স্তার্ববুর্গের বিপক্ষে জয়ের পরও টুখেলকে বরখাস্ত করেছিল পিএসজি। বর্তমানে ক্লাবটির দায়িত্বে থাকা গালতিয়েরও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। গুঞ্জন রয়েছে, আগামী মৌসুমে নতুন কোচ পেতে পারে মেসি-নেইমাররা। আর সেই দৌড়ে বেশ ভালোভাবে বিবেচনায় রয়েছেন টুখেলও।

গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, পিএসজি টুখেলকে বরখাস্ত করা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটি বুঝতে পেরেছে। বর্তমানে গালতিয়েরের অধীনে আশানুরূপ ফল না পাওয়ায় টুখেলকে পুনরায় নিয়োগের ব্যাপারে চিন্তাভাবনা করছে মেসি-নেইমারদের পিএসজি। ২০২০ সালের ডিসেম্বরে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে ফরাসি ক্লাবটি শীর্ষে না থাকায় জার্মানির এই কোচকে বরখাস্ত করা হয়েছিল।

এদিকে, টুখেলও বর্তমান ক্লাববিহীন আছেন। চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর আর কোনো ক্লাবে যোগ দেননি তিনি। পিএসজি থেকে বরখাস্ত হওয়ার সময় তখনকার স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সাথেও বাজে সম্পর্ক ছিল টুখেলের। তবে ক্লাবটির বর্তমান স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পসের সাথে সুসম্পর্কই রয়েছে এই কোচের।

এনবিএস/ওডে/সি

news