আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মামলা বাণিজ্য শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করবো। অবশ্যই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’
সোমবার জুলাই অভ্যুত্থানে ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সঠিকভাবে মামলার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘অবশ্যই আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। শহীদ পরিবারের মামলাগুলোতে আইনি সহযোগিতার জন্য আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়। কথা দিচ্ছি আগামী ৭ দিনের মধ্যে করে দেবো। এছাড়া আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সেটা করে দেবো।’
পুলিশ কেন কাজ করছে না তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘গত আমলে বলে কয়ে বলতো গোপালগঞ্জের ছেলেদের রিক্রুট করা হবে। ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে। এখন পুলিশ বাহিনীর দশজনের মধ্যে যদি আটজনের হৃদয়ে বাকশাল থাকে এবং তারা যদি আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের হয় সেই পুলিশ নিয়ে কি কাজ করা সোজা ব্যাপার?’
যেই পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে, প্রশ্ন রাখেন আইন উপদেষ্টা
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            