বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এই কয়েকদিন ধরে সাড়া ফেলে দিয়েছে একটি বিরল প্রজাতির কালোমুখো হনুমান। সুন্দরবন সংলগ্ন এই এলাকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হনুমানটি, আর তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় লেগেই আছে।
স্থানীয়রা জানান, হনুমানটি মানুষের কাছ থেকে সহজেই খাবার নিচ্ছে - কলা, রুটি থেকে শুরু করে নানা ধরনের ফলমূল। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হনুমানটির উপস্থিতি দেখে রোগী ও তাদের স্বজনরা মাতোয়ারা হয়ে ওঠেন। শিশু-কিশোররা বিশেষভাবে উৎসাহিত হয়ে হনুমানটিকে খাবার দিচ্ছে আর তার আচরণ পর্যবেক্ষণ করছে।
তবে কেউ কেউ অতিরিক্ত উৎসাহ দেখালে হনুমানটি আতঙ্কিত হয়ে বাড়ি কিংবা দোকানের ছাদে উঠে যাচ্ছে। প্রাণীবিদদের ধারণা, এটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির হনুমান, যা সম্ভবত খাবারের সন্ধানে যশোরের কেশবপুর থেকে এসেছে।
স্থানীয় বন কর্মকর্তারা সকলকে হনুমানটিকে না বিরক্ত করার আহ্বান জানিয়েছেন। এই ঘটনা প্রমাণ করছে, কীভাবে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সুন্দর সহাবস্থান সম্ভব।
#সুন্দরবন #কালোমুখো_হনুমান #বন্যপ্রাণী #ফকিরহাট #প্রকৃতি_সংরক্ষণ
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            