বাগেরহাটের মোরেলগঞ্জে এক মর্মান্তিক ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৬ জনকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী এ হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের বাচ্চু হাওলাদারের মেয়ে মেরিনা আক্তার (১৮)কে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল একই গ্রামের সাব্বির মাতুব্বর। পরিবারটি প্রস্তাব না মানায় সোমবার দুপুরে সাব্বিরের নেতৃত্বে ৮-১০ জনের দল বাচ্চু হাওলাদারের বাড়িতে হামলা চালায়।

হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে মেরিনাসহ তার পরিবারের ৫ সদস্য। মেরিনার তলপেটে প্রচণ্ড আঘাত করে হামলাকারীরা, যার ফলে তার প্রচুর রক্তক্ষরণ হয়। আহতদের মধ্যে মেরিনা, তার ভাই জিহাদ (১৪) ও মা রাজিয়া (৩৫)কে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতা মোশারেফ হাওলাদার জানান, "সাব্বিরের স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও সে আমার নাতনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমরা না মানায় তারা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।"

মোরেলগঞ্জ থানার ওসি রাজিব আল রশিদ ঘটনার তদন্তের কথা জানালেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। স্থানীয়রা ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

#বাগেরহাট_সন্ত্রাস #মেয়েদের_নিরাপত্তা #বিয়ের_প্রস্তাব_হামলা #মোরেলগঞ্জ_ঘটনা #ন্যায়বিচার_চাই

news