ডেমরায় স্টিল মিলে বুকে গরম রড ঢুকে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরা একটি স্টিল মিলে কাজ করার সময় বুকে রড ঢুকে মোহাম্মদ আলম মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ফেব্রুয়ারি)  ডেমরা বাঁশের পুল এলাকায় জেড,এস,আর,এম, নামে একটি স্টিল মিলে সন্ধ্যা ৬টায় এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে রাত পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ( ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

ওই কারখানার সুপারভাইজার শফিকুল ইসলাম বলেন, কারখানার ভিতরে একটি নিষিদ্ধ এলাকা রয়েছে। যেখানে শ্রমিকদের যাওয়া নিষেধ। সেখানে গরম রডগুলোকে ঠান্ডা করা হয়। শ্রমিক আলম সেখানে গিয়েছিলো। সেখানে গরম রড তার বুক দিয়ে ডুকে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

মৃত আলম নেত্রকোণা সদর উপজেলার শিমুলজানি গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। বর্তমানে ডেমরার কোনাপাড়া এলাকার একটি মেছে থাকতো।

এনবিএস/ওডে/সি

news