সংঘর্ষ-সহিংসতায় ১১৩১ পুলিশ সদস্য আহত, আইসিইউতে ৪ জন: পুলিশ সদরদপ্তর

কোটা সংস্কার আন্দোলনের নামে চালানো সহিংতা মোকাবিলা করতে গিয়ে সারাদেশে ১ হাজার ১৩১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুরুতর অবস্থায় আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আছেন। আর আন্দোলন ঠেকাতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন তিনজন পুলিশ সদস্য।

বুধবার বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, সহিংসতা মোকাবিলা করতে গিয়ে সারাদেশে পুলিশের প্রায় ১ হাজার ১৩১ জন সদস্য আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের আইসিইউতে রাখা হয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, নিহত তিন পুলিশ সদস্য হলেন- নারায়ণগঞ্জের পিবিআইয়ে কর্মরত পরিদর্শক মাসুদ পারভেজ, ট্যুরিস্ট পুলিশের এএসআই মুক্তাদির ও আরেক সদস্য গিয়াস উদ্দিন। আর আহতরা রাজারবাগ পুলিশ হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দীসহ অন্যান্য হাসপাতালে অনেক পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। এখনও অনেক পুলিশ সদস্য ভর্তি রয়েছেন। অনেকের অবস্থায় গুরুতর।

রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি বেশিরভাগ পুলিশ সদস্যের মাথায় আঘাত রয়েছে। পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও পরিদর্শন) মোহাম্মদ মঈনুল ইসলাম জানিয়েছেন, ২৭৭ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৮৩ জনকে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ৬৯ জন ভর্তি রয়েছেন। তাদের বেশিরভাগ মাথায় আঘাতপ্রাপ্ত।

news