টানা রেকর্ড বাড়ার পর দুবাইয়ের সোনার বাজারে হঠাৎ দাম কমল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ২৪ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়াল প্রতি গ্রাম ৪৭২.৫০ দিরহাম – বুধবার সন্ধ্যায় যা ছিল ৪৭৬.২৫ দিরহাম, মানে প্রায় ০.৮% কম। ২২ ক্যারেটও একই হারে নেমে ৪৩৭.৫০ দিরহাম। খবর গালফ নিউজ ও রয়টার্স।
বিশ্ববাজারে টানা ৪ দিন বড় পতনের পর বৃহস্পতিবার সোনায় সামান্য রিকভারি। আন্তর্জাতিক মার্কেটে দাম বেড়ে সর্বোচ্চ ০.৯% উঠে ৩ হাজার ৯৬৭ ডলার প্রতি আউন্স। তার আগে ৪ কার্যদিবসে প্রায় ৫% কমে গিয়েছিল।
আমেরিকায় সুদের হার কমানোর গতি আর পরিমাণ নিয়ে পুনর্মূল্যায়নের কারণে এই ধস। বুধবার ০.২৫% সুদ কমানোর পর ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল বললেন, ডিসেম্বরে আর কোনো শিথিলতা নেই। ফেডের ভেতর টানা ৩ সভায় মতবিরোধ – ২০১৯-এর পর প্রথম।
অক্টোবরে আমেরিকান সরকারের আংশিক শাটডাউনে নতুন ডেটা না আসায় বিনিয়োগকারীদের অনিশ্চয়তা বেড়েছে। উঁচু সুদ সোনার ওপর খারাপ প্রভাব ফেলে, কারণ সোনা কোনো সুদ বা আয় দেয় না।
গত সপ্তাহে সোনা রেকর্ড ৪ হাজার ৩৮০ ডলার প্রতি আউন্স ছাড়িয়েছিল। কিন্তু তখন থেকেই বাজারে অতিরিক্ত গরমের সিগন্যাল। পাশাপাশি আমেরিকা-চীন বাণিজ্য সম্পর্ক ভালো হওয়ার খবর সোনার সেফ ইনভেস্টমেন্ট চাহিদা কিছুটা কমিয়েছে।
রয়টার্স বলছে, ফেডের সুদ কমানো আর ডলারের দুর্বলতায় বৃহস্পতিবার সোনা ২% বেড়েছে। আমেরিকা-চীন বাণিজ্য আলোচনার অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা আবার সোনায় ঝুঁকছে।
বাংলাদেশ সময় সকাল ৯টা ১৮ মিনিট পর্যন্ত স্পট গোল্ড ১.৯% বেড়ে ৪ হাজার ৪.৭৫ ডলার প্রতি আউন্স। ডিসেম্বর ডেলিভারির আমেরিকান গোল্ড ফিউচার ০.৪% কমে ৪ হাজার ১৮.৩০ ডলার।
এফএক্সটিএমের সিনিয়র অ্যানালিস্ট লুকম্যান ওটুনুগা বললেন, “ট্রাম্প-শি বৈঠক আর ফেডের দ্বিতীয় সুদ কমানোর পর বিনিয়োগকারীরা নতুন করে সোনায় আগ্রহী।”
ফেড বুধবার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রাতারাতি লোনের সুদ ৩.৭৫-৪% রেঞ্জে নামিয়েছে। পাওয়েল বলেছেন, ডিসেম্বরে সুদ কমানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই।
ওটুনুগা বললেন, বাজার এখনো ডিসেম্বরে আরেকটা কাটের ৭০% চান্স ধরছে, যদিও ফেড সতর্ক।
বিশ্লেষকরা বলছেন, নিচু সুদ আর অর্থনৈতিক অনিশ্চয়তায় সোনা সেফ হ্যাভেন।
ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে চুক্তি হয়েছে – আমেরিকা সয়াবিন বিক্রি আবার শুরু করবে, চীন রেয়ার আর্থ রপ্তানি চালিয়ে যাবে, অবৈধ ফেন্টানিল ট্রেড বন্ধ করবে।
চীন নতুন রেয়ার আর্থ রপ্তানি কন্ট্রোল কিছুটা পিছিয়েছে, তবে পুরোনো কিছু লিমিট এখনো আছে।
বুসানে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এসব বলেন। এশিয়া ট্যুরে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গেও ট্রেড নিয়ে কথা বলেছেন।
স্পট সিলভার ১.৪% বেড়ে ৪৮.২২ ডলার, প্লাটিনাম ২% বেড়ে ১ হাজার ৬১৬.২০ ডলার, প্যালাডিয়াম ২.৯% বেড়ে ১ হাজার ৪৪১.২৪ ডলার প্রতি আউন্স।
দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।
