ঢাকাই সিনেমার সোনালি যুগের কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্যের খবর উদ্বেগজনক। ব্রেইন টিউমারে আক্রান্ত এই অভিনেতা বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। চিকিৎসার অংশ হিসেবে তিনি সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি নিচ্ছেন, যা ‘টার্গেট থেরাপি’ হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি ওরাল কেমোথেরাপিও নিচ্ছেন।
নায়কের জামাতা আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, “আব্বুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। লন্ডনে আমাদের বাসায় আছেন। রেডিওথেরাপি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে। চিকিৎসার শেষ পর্যায়ের পরে এক মাস পরই তার শারীরিক অবস্থা পুরোপুরি বোঝা যাবে। আপাতত নিয়মিত চিকিৎসা চলছে, তবে সুস্থ হতে সময় লাগবে।”
দীর্ঘ অভিনয়জীবনে ইলিয়াস কাঞ্চন অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ এখনও ঢালিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। শুধু অভিনয় নয়, সামাজিক কর্মকাণ্ডেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
এখনও চলচ্চিত্রপ্রেমীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। চিকিৎসার চলমান প্রকৃতির কারণে পরিবার ও ভক্তরা তাঁর জন্য দোয়া করছেন এবং ধৈর্য ধরে অবস্থা খতিয়ে দেখছেন।


