বহুল আলোচিত ‘বেলাশেষে’ সিনেমায় ‘পিউ’ চরিত্রে দর্শকদের মন জয় করেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। এছাড়া সৃজিতের ‘পদাতিক’ সিনেমায় প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের স্ত্রীর চরিত্র ‘গীতা’ তেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। আর তার শারীরিক সৌন্দর্য তো বর্ণনার বাইরে।

মনামী নিজের পরিচয় দিয়েছেন ‘লক্ষ্মী মেয়ে’ হিসেবে। ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, “বরাবরই আমি লক্ষ্মী মেয়ে। আমি ভালো শ্রোতা, সবার কথা মন দিয়ে শুনি। গুরুজন বা শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিলে সেটা অবশ্যই বিবেচনা করি। কিন্তু কোনটা ভালো, কোনটা খারাপ, তা বুঝে সিদ্ধান্ত নিই। এ ক্ষেত্রে আমি লক্ষ্মী মেয়ের পাশাপাশি দুষ্টুও বটে!”

মনামী ঘরের কাজে খুব পারদর্শী নন, যা অকপটে স্বীকার করেছেন। তার ভাষায়, “ঘরকন্নার কাজে আমি খুব দক্ষ নই। তবে কেউ চাইলে ঘর গুছিয়ে রাখতে পারি। দু-এক দিন স্পেশাল রান্নাও করতে পারি, কিন্তু নিয়মিত নয়। সেই ক্ষেত্রে চাইলে দারুণ খাবার অর্ডার করতেও পারি। এটাই আমার ‘লক্ষ্মী’-‘অলক্ষ্মী’ মিশেল।”

তিনি আরও বলেন, “বাড়িতে প্রতিবারই লক্ষ্মীপূজা হয়। আমার কাছে লক্ষ্মীমন্ত মেয়ের মানে হলো সবকিছু সুন্দরভাবে ব্যালেন্স করতে পারা। ঘরে-বাইরে সমান তালে কাজ করা, সমস্যায় মাথা ঠান্ডা রাখা এবং মন ভালো করে কথা বলা। এমন লক্ষ্মীরা আমাদের চারপাশেও রয়েছেন। আমি মা লক্ষ্মীর প্রতি বিশেষ নিষ্ঠা ও শ্রদ্ধা রেখে আরাধনা করি।”

নিজের কাজের কথাও শেয়ার করেছেন মনামী। তিনি বলেন, “অভিনয়ের পাশাপাশি সম্প্রতি আমার মিউজিক ভিডিও লঞ্চ করেছি। তবে লক্ষ্মীলাভের জন্য সবসময় কাজ করি না। ‘আইলো উমা বাড়িতে’ বা ‘কল্কি’ এর মতো মিউজিক ভিডিও দিয়েছি শুধু মনের খিদে মেটাতে। দর্শকের ভালোবাসা এবং মা লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীলাভ নিশ্চয় আসবে।”

মনামী মাত্র ১৭ বছর বয়সে ডিডি বাংলার ‘সাতকাহন’ সিরিয়াল দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। দুই যুগ ধরে টিভি, চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ চালিয়ে যাচ্ছেন। ‘সোনার হরিণ’, ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’, ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’ এর মতো ধারাবাহিকে খ্যাতি অর্জন করেছেন।

২০০৪ সালে ‘কালো চিতা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মনামী। এরপর ‘এক মুঠো ছবি’, ‘বক্স নাম্বার ১৩১৩’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশেষে’, ‘মাটি’, ‘বেলাশুরু’, ‘পদাতিক’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি তার গানও দর্শকের প্রশংসা কুড়াচ্ছে।

 

news