দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে 'প্রিয়তমা' সিনেমায় অভিনয় করে ওপার বাংলায়ও দারুণ খ্যাতি কুড়িয়েছেন অভিনেত্রী ইধিকা পাল। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছিল, শাকিবের আরও একটি সিনেমা, 'প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা'-তেও অভিনয় করবেন এই অভিনেত্রী। কিন্তু সিনেমাটির জন্য ইধিকা নাকি ২৮ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ টাকার বেশি) পারিশ্রমিক দাবি করেছেন! এ নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে।
ইধিকার পারিশ্রমিক নিয়ে তোলপাড়, মুখ খুলল প্রযোজনা সংস্থা
ইধিকা পালের এই বিশাল পারিশ্রমিক দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল চর্চা চলছে। টাকার পরিমাণ দেখে নেটিজেনদের অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। যদিও এই বিষয়ে ইধিকা নিজে এখনও মুখ খোলেননি। তবে নীরবতা ভেঙেছে 'প্রিন্স' সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটি একটি বিবৃতি প্রকাশ করেছে।
                                                                           
                                                                    
                                    
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে:
"ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস প্রযোজিত 'প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা' সিনেমায় মেগাস্টার শাকিব খান ছাড়া অন্য আর্টিস্টদের নাম আমরা ঘোষণা করিনি। মৌখিকভাবে অনেকের সঙ্গে আলাপ-আলোচনা হলেও কারো সঙ্গে লিখিত চুক্তি হয়নি। তার আগেই চূড়ান্ত না হওয়া শিল্পী ও তাদের পারিশ্রমিক নিয়ে বেশ কিছু সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত নিউজ ভিত্তিহীন। একইসাথে বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানের জন্যেও বিব্রতকর।"
প্রযোজনা সংস্থাটি আরও জানিয়েছে যে, 'প্রিন্স' সিনেমা সম্পর্কিত বিস্তারিত তথ্য তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন। তারা দর্শকদের আগ্রহ ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
শাকিবের পারিশ্রমিক নিয়েও গুঞ্জন উঠেছিল!
কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল যে, 'প্রিন্স' সিনেমার জন্য শাকিব খান নিজেই নাকি ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন! এ নিয়ে শাকিব খান ও নির্মাতা আবু হায়াত মাহমুদ নীরব থাকলেও মুখ খুলেছিলেন সিনেমাটির প্রযোজক ও ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা। তিনি বলেছিলেন, "এটা তার প্রাপ্য।" যদিও শাকিবের ৩ কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার বিষয়টিও তিনি পরিষ্কার করেননি।
                                                                            
                                                                           
                                                                    
                                    
পরিচালক ও প্রযোজকের অভিষেক
'প্রিন্স' সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে আবু হায়াত মাহমুদের। এর আগে তিনি অসংখ্য জনপ্রিয় টিভি নাটক নির্মাণ করেছেন। তাছাড়া, 'প্রিন্স' সিনেমা দিয়েই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
                                                                            
                                                                           
                                                                    
                                    
কে এই ইধিকা পাল?
কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পালের নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে।
                                                                           
                                                                    
                                    
তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক 'কপালকুণ্ডলা'। স্টার জলসায় প্রচারিত এই ধারাবাহিকে 'পদ্মাবতী' চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসা কুড়ান।
পরবর্তীতে তিনি 'রিমলি' ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।
২০২৩ সালে শাকিব খানের 'প্রিয়তমা' সিনেমায় অভিনয় করে তিনি রাতারাতি তারকা বনে যান।
এছাড়াও, গত বছর 'খাদান' সিনেমার মাধ্যমে ভারতীয় বাংলা সিনেমায় তার অভিষেক ঘটে, যেখানে তার বিপরীতে ছিলেন টলিউড সুপারস্টার দেব। বর্তমানে তার হাতে 'প্রজাপতি টু' ও 'কবি' নামে দুটো সিনেমার কাজ রয়েছে।
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            