বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যাননের ছোট বোন নূপুর স্যানন বিয়ের পিঁড়িতে বসছেন। দীর্ঘ দিনের প্রেমিক, জনপ্রিয় প্লেব্যাক গায়ক স্টেবিন বেনের সঙ্গে আগামী ১১ জানুয়ারি রাজস্থানে তিন দিনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবেন তিনি।
পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, রাজস্থানে মূল অনুষ্ঠান শেষে মুম্বাইয়ে বন্ধু এবং বিনোদন জগতের ঘনিষ্ঠদের জন্য একটি রিসেপশন আয়োজন করা হবে। আগে সংবাদে ৮ ও ৯ জানুয়ারি অনুষ্ঠান হওয়ার খবর প্রকাশিত হলেও তা সঠিক নয়। সূত্র জানিয়েছে, দুই পরিবারই ১১ জানুয়ারিকে বিয়ের জন্য চূড়ান্ত করেছেন।
নূপুর-স্টেবিনের বিয়ে হবে ঘরোয়া এবং সীমিত অতিথির উপস্থিতিতে। পরিবার ও দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুদের জন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। বিনোদন জগতের বড় তারকাদের উপস্থিতি এড়িয়ে নিরাপত্তা কড়াকড়ি থাকবে। হবু কনের বড় বোন কৃতি স্যানন অনুষ্ঠান পরিচালনায় নিজস্ব দলে নেতৃত্ব দেবেন। অনুষ্ঠানটি রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল প্রাসাদে হবে।
মুম্বাইতে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত রিসেপশনে দম্পতির ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীরা উপস্থিত থাকবেন। সূত্র জানিয়েছে, “মুম্বাইয়ের রিসেপশনে ইন্ডাস্ট্রির সহকর্মী ও বন্ধুদের উপস্থিতি বেশি হবে এবং তারা দম্পতির আনন্দ ভাগাভাগি করবেন।”
নূপুর স্যানন বড় বোন কৃতির মতো অভিনয়ে নাম লিখিয়েছেন। ২০২৩ সালে তেলেগু ভাষার সিনেমা ‘টাইগার নাগেশ্বরা রাও’-র মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে নূপুরের। বলিউডে পা রাখছেন ‘নূরানি চেহারা’ সিনেমার মাধ্যমে, যা আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
