সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর অরিজিনাল ওয়েব ফিল্ম 'অমীমাংসিত' অবশেষে দর্শকদের জন্য উন্মুক্ত হলো। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর গতকাল থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো জায়গা থেকে ওয়েব ফিল্মটি দেখা যাচ্ছে।

রহস্য আর থ্রিলারে ভরপুর এই ওয়েব ফিল্মের মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিচালক রায়হান রাফী, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব এবং ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, একে আজাদ সেতু, শেওতী, আবদুল্লাহ আল সেন্টু, শাহজাহান সৌরভের মতো অভিনয়শিল্পীরা।

সংবাদ সম্মেলনটি নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা দেরিতে শুরু হওয়ায় উপস্থিত বিনোদন সাংবাদিকদের মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টির জন্য আয়োজক প্রতিষ্ঠান আইস্ক্রিন ও পরিচালক দুঃখ প্রকাশ করেন। রায়হান রাফী ভবিষ্যতে সময়মতো শুরু করার আশ্বাস দেন।

একটি সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্মে একটি খুনের তদন্তের গল্প বলতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান ও রহস্যের জটিল জাল তুলে ধরা হয়েছে। গল্পে রয়েছে একের পর এক চমক আর লোমহর্ষক ঘটনা।

সংবাদ সম্মেলনে রায়হান রাফী বলেন, "'অমীমাংসিত' আমার হৃদয়ের খুব কাছের একটা প্রজেক্ট। আমরা এখানে কোনো একটা নির্দিষ্ট ঘটনা নয়, বাংলাদেশের অসংখ্য অমীমাংসিত হত্যাকাণ্ড আর বিচারহীনতার নির্মম বাস্তবতাকে ফুটিয়ে তুলতে চেয়েছি। অনুরোধ থাকবে, এটাকে যেন কারও সঙ্গে মিলিয়ে দেখা না হয়।"

তিনি আরও বলেন, এই ওয়েব ফিল্মের মাধ্যমে যদি একটা অমীমাংসিত মামলারও ন্যায়বিচার হয়, বা একজন দর্শকও সোচ্চার হন, সেটাই হবে তাদের সবচেয়ে বড় অর্জন।

গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ইমতিয়াজ বর্ষণ বলেন, গল্পটা শুনেই তিনি কাজ করতে রাজি হন। সেন্সরশিপসহ নানা বাধার কথা উল্লেখ করে তিনি দর্শকদের কাছে পাইরেসি না করে আইস্ক্রিনে অরিজিনাল ভার্সন দেখার অনুরোধ জানান।

অভিনেত্রী তানজিকা আমিন বলেন, "দুই বছর সেন্সরে আটকে থাকা একটা কাজ শেষমেষ মুক্তি পাচ্ছে – এটা সত্যিই আনন্দের।"

আইস্ক্রিনের রাফায়েল মাহবুব জানান, দীর্ঘ অপেক্ষার পর 'অমীমাংসিত' মুক্তি পাওয়ায় তারা সবাই খুব আনন্দিত। দর্শকদের ধৈর্য্যের প্রশংসাও করেন তিনি।

উল্লেখ্য, ওয়েব ফিল্মটি দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে ছিল। অনলাইনে এটি সাগর-রুনি হত্যাকাণ্ডের গল্প – এমন গুজব ছড়িয়ে পড়ায় বিতর্ক তৈরি হয়। যদিও ওয়েব ফিল্ম সেন্সরের সুস্পষ্ট নিয়ম না থাকলেও তাকে আটকে রাখা হয়। চলচ্চিত্র সেন্সর বোর্ডের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর আপিলের মাধ্যমে 'অমীমাংসিত' মুক্তির অনুমতি পায়।

এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিক প্রমুখ।

 

news