মডেলিং জগতের আইকন হাইদি ক্লুম (৫২) যেন ক্যারিবিয়ান দ্বীপে ছুটি কাটাতে নিয়ে এসেছেন গরমের ঝড়! ৫২ বছরের এই সুপারমডেল আর তার ৩৬ বছরের স্বামী টম কাউলিটজ বরফে ঢাকা নিউইয়র্ক ছেড়ে ‘পালিয়ে’ গেছেন সেন্ট বার্টস দ্বীপে।
সেখানে সূর্য ঝকঝকে আর তাপমাত্রা প্রায় ৮০ ডিগ্রি ফারেনহাইট। তাই তো ক্লুম ভারী শীতের কাপড়ের বদলে বেছে নিয়েছেন একদম আরামদায়ক লুক। ক্রিসমাসের পরের দিন সমুদ্রতীরে স্বামীর সঙ্গে সময় কাটাতে গিয়ে ‘প্রজেক্ট রানওয়ে’র উপস্থাপিকা ক্লুমকে দেখা গেল টপলেস হয়ে খেলাধুলা করতে আর হাঁটতে।
তার টপলেস ছবিগুলোসহ এই খবর ছেড়েছে অনলাইন ডেইলি মেইল। হাতে বিয়ার, মুখে হাসি—সাগরের ভিতরে-বাইরে রোদ পোহাতে যেন দারুণ মজা করছিলেন তিনি। স্বামীর হাত ধরে সৈকত ঘুরছেন, ঢেউয়ের মাঝে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করছেন—এমন দৃশ্যই ধরা পড়েছে ক্যামেরায়। সৈকতে ক্লুমের পোশাক ছিল প্রায় ন্যূনতম।
শুরুতে পরেছিলেন স্ট্রিং বিকিনি। কিন্তু বুক ভালো করে রোদে পোড়াতে উপরের অংশটা খুলেই ফেললেন। গায়ে তখন শুধু থং বিকিনি বটম, একটা সাদা ক্যাপ, সানগ্লাস আর মোটা সোনালি দুল। কাউলিটজের পরনে ছিল হালকা গোলাপি সাঁতারের শর্টস আর ধূসর ক্যাপ। পরে তাদের সঙ্গে কয়েকজন বন্ধুও জুটে গেলেন।
