কানাডার ওটায়া শহরে একটা অনুষ্ঠানে নেচে পুরো মঞ্চ কাঁপিয়ে দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।
রোববার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটা ছোট ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। দেখা যাচ্ছে, সাদা রঙের গ্ল্যামারাস ফ্রিল ড্রেস আর সাদা বুট পরে মঞ্চে ঝড় তুলছেন ফারিয়া।
ধারণা করা হচ্ছে, এটা ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারের সেই জমজমাট পারফরম্যান্স। শেয়ার হওয়ার সাথে সাথেই ভক্ত আর নেটিজেনদের মাঝে হইচই পড়ে গেছে। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে ফারিয়ার স্টাইলিশ মুভগুলো দেখে তার নাচের দক্ষতা আবারও প্রমাণ হয়ে গেল।
এই পারফরম্যান্সে ফারিয়ার নাচের ভঙ্গি আর এক্সপ্রেশন দর্শকদের মুগ্ধ করেছে, আবার কেউ কেউ মজা করে কমেন্টও করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ নেচেছেন আপু।’
বছরের শেষটা কানাডায় কাটাচ্ছেন ফারিয়া। কখনো টরোন্টো, কখনো ওটায়ার রাস্তায় ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করছেন তিনি। এর আগে ওটায়া থেকে শেয়ার করা একটা অফ-শোল্ডার কালো গাউনের ছবি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনরা তাকে ‘ক্লিওপেট্রা’র সাথেও তুলনা করেছেন।
কানাডা ভ্রমণের এই মজার মুহূর্তগুলোতে নুসরাত ফারিয়ার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানকেও। বড়দিন আর নতুন বছরের আমেজ তারা দুজনে একসাথেই উদযাপন করছেন।
