অস্কারজয়ী কিংবদন্তি সুরকার এআর রহমান বলিউডে কাজ পাওয়া নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, গত আট বছরে তার বহু কাজ হাতছাড়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানানোর পাশাপাশি বলিউডে ধর্মীয় বিভাজন ও পক্ষপাতের ইঙ্গিত দিয়েছেন।

মণি রত্নমের ‘রোজা’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করলেও এআর রহমানের এই জগতে নিজের জায়গা তৈরি করতে সময় লেগেছিল। ‘বম্বে’ ও ‘দিল সে..’ এর গান দিয়ে সফলতা পেলেও, নিজেকে বহিরাগতই মনে হতো। ১৯৯৯ সালের ‘তাল’ সিনেমার পরই মূলত তার অবস্থান পাকাপোক্ত হয়। মজার বিষয় হলো, এই সিনেমার কাজ শুরুর আগে পরিচালক সুভাষ ঘাই তাকে হিন্দি শেখার পরামর্শ দিয়েছিলেন! এরপর তিনি হিন্দির পাশাপাশি উর্দু, আরবি ও পাঞ্জাবি ভাষাও রপ্ত করেন।

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলিউডের ভেতরের কিছু কঠিন সত্যের কথা বলেছেন। তিনি জানিয়েছেন, "গত আট বছরে আমার বহু কাজ হাতছাড়া হয়েছে।"

বলিউডে তামিলদের প্রতি বা মহারাষ্ট্রের বাইরের মানুষদের প্রতি কোনও ভেদাভেদ বা কুসংস্কার আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "হয়তো হয়েছে, কিন্তু আমি জানতে পারিনি। যেমন গত আট বছরে ক্ষমতার বদল হওয়ার পর থেকে এসব হয়েছে। কারণ ক্ষমতা তাদের হাতেই রয়েছে, যারা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে। কিন্তু সেগুলো কোনোটাই আমার মুখের সামনে কেউ বলেনি।"

তিনি আরও যোগ করেন, "আমার সঙ্গে কথাবার্তা এগিয়েছে। কিন্তু এই ক্ষমতাশীল মানুষেরা তাদের পছন্দমতো সুরকারদের সঙ্গে কাজ করেছেন।"

যদিও এই অভিজ্ঞতা নিয়ে তার কোনও আক্ষেপ নেই। বরং তিনি ইতিবাচক দিক দেখেন। এআর রহমান বলেন, "ভালোই হয়েছে! আমি পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমি কাজ খুঁজে বেড়াই না। কাজ আমার কাছে ঠিক চলে আসবে, আমি যদি মনোযোগী হই।"

বলিউডে একজন শীর্ষস্থানীয় শিল্পীর এই মন্তব্য নিশ্চিতভাবেই শিল্পী মহলে আলোচনা তৈরি করবে।

 

news