বলিউডের হট অভিনেত্রী তামান্না ভাটিয়ার সেই ঝড় তোলা গান ‘আজ কি রাত’ ইউটিউবে ১ বিলিয়ন (১০০ কোটি) ভিউ পার করে দিয়েছে! এই বিশাল সাফল্যে ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দে ভেসে গেছেন তিনি।

‘স্ত্রী ২’ সিনেমায় অভিনেতা রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে আইটেম গান হিসেবে নেচেছিলেন তামান্না। তার দুর্দান্ত নাচের জন্য গানটা আরও আলাদা মাত্রা পেয়েছিল। ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করে তামান্না ক্যাপশনে লিখেছেন, “প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—সব ভালোবাসার জন্য ধন্যবাদ!”

গানটিতে প্লেব্যাক করেছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর দিয়েছেন সুপারহিট জুটি শচীন-জিগর। মুক্তির পর থেকেই গানটা দর্শকদের মনে ঝড় তুলেছিল, আর তামান্নার নাচ তো সবাইকে পাগল করে দিয়েছে!
এখানে দেখুন তামান্নার সেই আইকনিক নাচের কয়েকটা ছবি—

ষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে ছবিটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের সবচেয়ে বড় হিটগুলোর একটা হয়ে উঠেছিল।
এর আগে ‘দ্য লালানটপ’কে দেওয়া ইন্টারভিউতে তামান্না মজার একটা কথা শেয়ার করেছিলেন। অনেক মা তাকে বলেছেন—এই গান না চালালে তাদের বাচ্চারা খাবার খেতে চায় না! তিনি বলেন, “বাচ্চারা গানের কথা বোঝে না, কিন্তু সুরটা তারা খুব মজা করে শোনে।”

এখন তামান্না ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘ভিভিএএন: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর প্রস্তুতিতে। দীপক মিশ্র ও অরুণাভ কুমার পরিচালিত এই পৌরাণিক থ্রিলারে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ মে।
ইনস্টাগ্রামে শুটিংয়ের কিছু মজার অদেখা ভিডিও শেয়ার করে তামান্না দেখিয়েছেন কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলির সঙ্গে মনিটরে নাচ দেখছেন। বিজয় শটটা প্রশংসা করলে তামান্না মজা করে বলেন, “না!” আরেকটা ক্লিপে পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তির সঙ্গে নাচতে দেখা যায় তাকে।

 

news