কাশ্মীরে হামলায় ৩ ভারতীয় সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের কুলগাম জেলায় বিচ্ছিন্নতাবাদীদের এক হামলায় এসব সেনা নিহত হয়। সেনাদের তল্লাশি অভিযানকালে তারা হামলার শিকার হয়। ভারতীয় সেনাবাহিনী একথা জানিয়েছে।

হালান বনাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা রয়েছে বলে গোপন সূত্রে জানার পর শুক্রবার সকালে পুলিশ ও সেনাবাহিনী সেখানে যৌথ তল্লাশি অভিযান শুরু করে। সেনারা বিচ্ছিন্নতাবাদীদের কাছাকাছি পৌঁছুলে তারা ভারী অস্ত্রের গুলি চালায়। এতে তিন সেনা সদস্য নিহত হয়। সেনাবাহিনীর ১৫ কোর এক টুইটে জানিয়েছে, তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনার পর এলাকাটিতে সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করা হয়েছে এবং তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।

গত এপ্রিল ও মে মাসে বিচ্ছিন্নতাবাদীদের দুইটি পৃথক হামলায় ৫ জন এলিট কমান্ডোসহ ১০ সেনা নিহত হয়েছিল। কাশ্মীরের পুঞ্চ ও রাজৌর জেলায় এসব হামলা হয়েছিল। অথচ প্রায় দুই দশক ধরে এলাকাটি বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের তৎপরতা মুক্ত বলে মনে করা হতো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি

news