রাশিয়া সফরে মেয়াদ বাড়ালেন কিম, যুদ্ধবিমান কারখানা পরিদর্শন
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন আরও কয়েকদিন রাশিয়ায় অবস্থান করবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ এ কথা জানান। বুধবার রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলের ভস্টোসনি মহাশুণ্য কেন্দ্রে রুশ প্রেসিডেন্টর ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় তারা অস্ত্র চুক্তি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
বৈঠকের সময় কিম পুতিনকে উত্তর কোরিয়া সফরে যাওয়ার আমন্ত্রণ জানান। পুতিন তার এ আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র। বৈঠকের পর কিম সেখানকার একটি যুদ্ধবিমান কারখানা পরিদর্শন করেন।
কিম ব্যক্তিগত বুলেটপ্রুফ বিলাসবহুল ট্রেনে করে রাশিয়া পৌঁছান মঙ্গলবার। তিনি ইতোমধ্যে দেশটিতে দু’দিন অতিবাহিত করেছেন।
বৈঠকের সময় পুতিন কিমকে স্পেস্যুটের একটি গ্লোভ ও রুশ তৈরি একটি রাইফেল উপহার দেন এবং কিম পুতিনকে তাদের দেশের তৈরি একটি রাইফেল উপহার দেন।
বৈঠকের পর পুতিন মস্কো ফিরে যান তবে কিম সেখানে অবস্থান করছেন। উত্তর কোরীয় নেতা রাশিয়ার যুদ্ধজাহাজের মহড়া পরিদর্শন এবং কয়েকটি কারখানা দেখবেন। দেশে ফেরার পথে তিনি ভ্লাদিভস্টক শহরে যাত্রা বিরতি করবেন।
রাশিয়ার যুদ্ধবিমান কারখানা ঘুরে দেখেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। সেখানে নির্মিত এসইউ-৩৫ এবং এসইউ-৫৭ যুদ্ধবিমান দেখেন তিনি। এই কারখানায় যুদ্ধ বিমানের পাশাপাশি বেসামরিক বিমানও তৈরি করা হয়।
গত মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান কিম। পরদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় কিম ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
কিমের এই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। রাশিয়ার সঙ্গে আরও বড় সামরিক চুক্তিতে যাচ্ছে উত্তর কোরিয়া, এমন আশঙ্কাও প্রকাশ করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের মধ্য়ে সেনা সহযোগিতা, অস্ত্রচুক্তি এবং উপগ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ উত্তর কোরিয়াকে উপগ্রহ চিত্র দিয়েও সাহায্য করবে রাশিয়া।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


