খামেনিকে সতর্ক করলেন বাইডেন, যুক্তরাষ্ট্রকে ছেড়ে দেওয়া হবে না বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরায়েল-হামাস সংঘর্ষের মধ্যে মার্কিন সেনাদের উপর হামলার বিরুদ্ধে সতর্ক করে একটি বার্তা পাঠিয়েছেন। হোয়াইট হাউস এই কথা জানিয়েছে। সিএনএন

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধ ছড়িয়ে গেলে যুক্তরাষ্ট্র ছাড় পাবে না। তিনি জানান, আমাদের সঙ্গে আলোচনায় হামাস বেসামরিক বন্দিদের মুক্ত করে দিতে রাজি হয়েছে। এর বিনিময়ে বিশ্ব নেতাদেরকে ইসরায়েলি কারাগারে আটক ৬ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে।

লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় হামাস তার হাতে আটক বেসামরিক নাগরিকদেরকে ইরানের কারাগারে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে। তবে এই হস্তান্তর একতরফা হবে নাকি ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে হবে সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি নিউজ চ্যানেলটি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news