গাজায় ৬৮ ইসরায়েলি সেনা নিহত: আইডিএফ

 ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধে নিহত ইসরায়েলি সৈন্যের এ সংখ্যা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

সর্বশেষ নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন ক্যাপ্টেন আরনন আব্রাহাম (২৬) এবং স্টাফ সার্জেন্ট ইলিয়া সেনকিন। গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের সঙ্গে যুদ্ধে তারা নিহত হন। একই দিন স্থল অভিযানে দুই পাঁচ সেনা গুরুতর আহত হয় বলেও স্বীকার করে আইডিএফ।

৪৬তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। হামাসকে নির্মূল করার নামে তারা গাজায় স্থল হামলাও শুরু করেছে। ইসরায়েলের এ হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া আহত হয়েছেন ৩০ হাজারের বেশি।

ইসরায়েল জানিয়েছে, এর আগে ৭ অক্টোবর সকালে ইসরায়েলের অভ্যন্তরে হামাসের অভিযানে  ১২০০ ইসরায়েলি প্রাণ হারায়। এ ছাড়া দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি হিসেবে বন্দি করেছে হামাস যোদ্ধারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news