ভিয়েতনাম সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

দক্ষিণপূর্ব এশীয় এই দেশটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার সকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ভিয়েতনাম পৌঁছেছেন।

চীন ও ভিয়েতনামের কমিউনিস্ট পর্টির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। গত বছর ভিয়েতনামের কমিউনিস্ট পর্টির সাধারণ সম্পাদক নুয়েন ফু চাংকে বিদেশিদের জন্য সর্বোচ্চ সম্মান দিয়েছিল চীন। এই দুই এশীয় প্রতিবেশী দেশের সম্পর্ক ভালো। দুই দেশের বাণিজ্য বাড়ছে। তাদের রাজনৈতিক মতাদর্শও এক। পারষ্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে।

ওয়াশিংটনের ন্যাশনাল ওয়ার কলেজের দক্ষিণপূর্ব এশিয়া বিশেষজ্ঞ জাছারি আবুজা জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে বলেছেন, ‘চীন গত বছর নভেম্বরে ভিয়েতনামের নেতাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। এখন তারাও আশা করে, শি-কে যথোচিত সম্মান করবে ভিয়েতনাম।’
বিমানবন্দরে শি এবং তার স্ত্রী পেং লিয়ুয়ানকে লালা গালিচায় স্বাগত জানায় ভিয়েতনাম। চীন ও ভিয়েতনামের পতাকা হাতে দেশটির নাগরিকরা চীনা নেতাকে বরণ করতে বিমানবন্দরে সমবেত হন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news