গাজার সুড়ঙ্গে সাগরের পানি পাম্প করতে শুরু করেছে ইসরায়েল: ওয়াল স্ট্রিট জার্নাল

ইসরায়েলের সাগরের পানি প্রবেশ করাানোর প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ দেখা দিেিয়ছে। তবে সুড়ঙ্গগুলো সাগরের পানিতে প্লাবিত করতে হলে ইসরায়েলকে কয়েক সপ্তাহ ধরে সেখানে পানি পাম্প করতে হবে। মঙ্গলবার প্রকাশিত খবরে গাজার সুড়ঙ্গে পানি পাম্পের কথা জানানো হয়েছে।
গাজার টানেলগুলোতে অবস্থান নিয়ে সেখানকার হামাসসহ প্রতিরোধ যোদ্ধারা ব্যবহার করেন। সেখান থেকে উঠে এসে তারা ইসরায়েলি বাহিনীর ওপর প্রচণ্ড হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলের হামলার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গাজার সুড়ঙ্গ ধ্বংস করার ইসরায়েলের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে ভূমধ্যসাগরের পানি দিয়ে তা প্লাবিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


তবে পানিতে সুড়ঙ্গগুলো প্লাবিত করার বিষয়টি এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। মার্কিন কর্মকতারা বলেন, সুড়ঙ্গ নেটওয়ার্ক ব্যবস্থা প্রায় ৩০০ মাইল বিস্তৃত। এসব সুড়ঙ্গে রয়েছে মোটা বিস্ফোরণ নিরোধী দরজা। গত মাসে সেখানে পানি পাম্পের প্রাথমিক পরীক্ষা চালান হয়েছিল। আগের ৫টি পাম্পের সঙ্গে আরও ২টি পাম্প যোগ করা হয়েছে। সুড়ঙ্গগুলো প্লাবিত করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

চলতি মাসের প্রথম দিকে ওয়াল স্ট্রিট জার্নাল গাজার সুড়ঙ্গে পানি প্রবেশ করিয়ে প্লাবিত করার ইসরায়েলি পরিকল্পনার খবর প্রথম প্রকাশিত হয়। এতে গাজায় পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি হবে এবং সেখানকার সুপেয় পানির সংকট আরও তীব্রতর হবে। কয়েকজন মার্কিন কর্মকতা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এতে পানি দিয়ে সুড়ঙ্গ প্লাবিত করার চেষ্টায় কোন কাজা নাও হতে পারে, উল্টো গাজার পানি বিনষ্ট হবে এবং ভবনগুলো ধসে যেতে পারে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news