গাজা যুদ্ধোত্তর দ্বিরাষ্ট্র সমাধান ইসরায়েলের দ্ব্যর্থহীন প্রত্যাখ্যান

ব্রিটেনে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত জিপি হটোভলি বুধবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তেল আবিবের দীর্ঘদিনের গোপন পরিকল্পনা ও মনোভাবের কথা স্পষ্টভায়ায় ফাঁস করে দিয়েছেন। 

স্কাই নিউজের সাংবাদিক তার কাছে একাধিকবার জানতে চান, ‘একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে কি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব?’ উত্তরে হটোভলি বলেন, ‘এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে না।’ লন্ডনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে জিপি হটোভলি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির নেতা ছিলেন।

তিন দশকেরও বেশি সময় আগে ১৯৯৩ সালে অসলো চুক্তি স্বাক্ষরের সময় থেকে ইসরায়েল ও তার প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র ফিলিস্তিন সংকটের ‘দ্বিরাষ্ট্র’ সমাধানের কথা বলে এসেছে। কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে ঝুলিয়ে রেখে বারবার মার্কিন কর্মকর্তাদেরকে মুখে ‘দ্বিরাষ্ট্র’ সমাধানের বলতে শোনা গেছে। তবে বাস্তবে আমেরিকা বা ইসরায়েল কেউই যে ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিতে মোটেই রাজি নয়, গাজা যুদ্ধের সুবাদে সেকথা স্পষ্ট করে দিলেন ইসরাইলের এই নারী কূটনীতিক।

কয়েক দিন আগে নেতানিয়াহুর এক বক্তব্যের পুনরাবৃত্তি করে হটোবলি বলেন, ‘বিশ্বকে একথা উপলব্ধি করতে হবে যে, গত ৭ অক্টোবর অসলো চুক্তির ইতি ঘটেছে এবং আমাদেরকে নতুন কিছু ভাবতে হবে।’ তিনি বলেন, ‘অসলো চুক্তি এজন্য ব্যর্থ হয়েছে কারণ ফিলিস্তিনিরা কখনও ইসরায়েলের পাশাপাশি একটি রাষ্ট্র চাননি, তারা বরং নদী থেকে সাগর পর্যন্ত একটি রাষ্ট্র চান।’

তিনি কেন ‘দ্বিরাষ্ট্র’ সমাধানকে সমর্থন করছেন না- স্কাই নিউজের সাংবাদিকের প্রশ্নে ইসরাইলি রাষ্ট্রদূত উত্তেজিত হয়ে পড়েন।  হটোবলি বলেন, ‘আপনি কেন বারবার এমন একটি ফর্মুলা নিয়ে কথা বলার চেষ্টা করছেন যা কখনও কাজ করেনি? ওই ফর্মুলা তো ফিলিস্তিনিদের মধ্যে হামাসের মতো উগ্রবাদীদের জন্ম দিয়েছে।’

গাজাবাসীকে নতুন করে ‘দীক্ষা দেওয়ার’ সময় এসেছে বলেও মন্তব্য করেন এই ইসরায়েলি কূটনীতিক। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও জাপানের নাগরিকদেরকে নতুন করে দীক্ষা দেওয়ার মাধ্যমে ওই দুই দেশের নাগরিকদের ইহুদি-বিরোধী মনোভাব যেভাবে বিলুপ্ত করা হয়েছে সেইভাবে গাজাবাসীর পাঠ্য বই নতুন করে বিন্যাসের মাধ্যমে একই কাজ করতে হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news