গাজায় বিমান থেকে ত্রাণ ফেলায় অংশ নিলেন জর্ডানের শাহজাদী

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর মেয়ে দেশটির রাজকীয় বিমান বাহিনীর ফার্স্ট লেফটেন্যান্ট শাহজাদী সালমা। গাজার জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালে বিমান থেকে গুরুত্বপূর্ণ ত্রাণসামগ্রী ফেলার অভিযানে তিনি অংশ নিয়েছেন। জর্ডানের সশস্ত্র বাহিনী(জেএএফ) একথা জানিয়েছে। 

জেএএফের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বিমান বাহিনী গাজায় জর্ডানিযান ফিল্ড হাসপাতালের জন্য প্যারাস্যুটের সাহায্যে পঞ্চম দফা ত্রাণ নিক্ষেপ করে। হাসপাতালের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম আকাশ থেকে ফেলে দেশটির বিমান বাহিনী।

১৪ বছর আগে প্রতিষ্ঠিত হয় গাজা সিটিতে দেশটির এ প্রথম ফিল্ড হাসপাতাল। এ ছাড়া জর্ডান এখন নাবলুস ও খান ইউনুসে আরও দুটি ফিল্ড হাসপাতাল পাঠাচ্ছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন ও রামাল্লাহতে দুইটি সার্জিক্যাল স্টেশন রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news