ইসরায়েলে সামরিক সরবরাহ পাঠানোর বিরুদ্ধে করা মামলা খারিজ করলো ডাচ আদালত

শুক্রবার যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহের বিরুদ্ধে স্থানীয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফামের শাখাসহ কয়েকটি মানবাধিকার সংস্থার করা যুদ্ধাপরাধ মামলা খারিজ করে দিয়েছে হেগের জেলা আদালত।

গাজা যুদ্ধে ইসরাইল কর্তৃক ব্যবহৃত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ নেদারল্যান্ডসের একটি গুদামে সংরক্ষণ করা হয়, এবং বিদ্যমান রপ্তানি চুক্তি অনুযায়ী ইসরায়েলসহ বেশ কয়েকটি অংশীদারের কাছে পাঠানো হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফামের মতে এই সরবরাহ ব্যবস্থা নেদারল্যান্ডসকে যুদ্ধে জড়িত করছে।

এ বিষয়ে হেগের জেলা আদালত তার রায়ে বলেন, সরঞ্জামগুলোর সরবরাহ প্রাথমিকভাবে একটি রাজনৈতিক সিদ্ধান্ত যাতে বিচারকদের হস্তক্ষেপ করা উচিত নয়, এটি যুক্তিযুক্ত।

 তবে মার্কিন-চালিত এই ডেলিভারি অপারেশনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়া উচিত তা নিয়ে স্পষ্ট নয় ডাচ কর্তৃপক্ষ। দেশটির সরকার সংসদে পেশ করা এক চিঠিেিত বলেন, ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত কিনা তা প্রতিষ্ঠিত নয়।

মানবাধিকার আইনজীবী লিসবেথ জেগভেল্ড এই দাবিটিকে ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news