গাজা থেকে ২ ইসরায়েলি সেনাসহ ৩ জিম্মির লাশ উদ্ধার

শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, গত ৭ অক্টোবর থেকে হামাসের হাতে আটক হওয়া ২৮ বছর বয়সী জিম্মি ইলিয়া টোলেদানো এবং সেনা সদস্য সিপিএল নিক বেইজার ও সার্জেন্ট রন শেরম্যানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

আইডিএফের ১৬২ নম্বর ডিভিশনের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের ৫৫১তম ব্রিগেড ও ইউনিট ৫০৪ এর সৈন্যরা হামাসের বন্দিদশা থেকে ইলিয়া টোলেদানোর লাশ উদ্ধার করে। 

চিকিৎসা কর্মকর্তা, সামরিক রাব্বি এবং ফরেনসিক বিশেষজ্ঞদের দ্বারা একটি ‘সনাক্তকরণ প্রক্রিয়া’ সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। আইডিএফের বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ‘নিখোঁজদের সনাক্ত করা এবং সমস্ত জিম্মিকে বাড়িতে ফিরিয়ে দেওয়া’ ইসরায়েলি সেনাবাহিনীর জাতীয় দায়িত্ব।

তাছাড়া টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদন থেকে জানা যায়, আইডিএফ সদস্য ফার্স্ট মাস্টার সার্জেন্ট (অব.) টমার শ্লোমো মায়ারা’র মৃত্যুতে গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে মোট সামরিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জনে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news