গাজার রাফাহ ও খান ইউনুসে প্রচন্ড নৌ ও বিমান হামলা, নিহত ১৮

জাতিসংঘ যুদ্ধবিক্ষত গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি সিয়ে এক মূল্যায়ন রিপোর্টে জানিয়েছে, ইসরায়েলের নৌবাহিনী গাজার রাফাহতে গোলা নিক্ষেপ এবং বিমান বাহিনী খান ইউনুসে বোমাবর্ষন করছে। এতে অন্তুত ১৮ জন নিহত ও বহু আহত হয়েছেন। 

এতে বলা হয়, গাজার দক্ষিণের এ দুই এলাকায় ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। শুক্রবার সেখানে আরও তিন সেনা নিহত হয়েছে। এ নিয়ে স্থল যুদ্ধ শুরুর পর গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ১১৯। আহত হয়েছে আরও প্রায় ৬৫০ সেনা।

জাতিসংঘ জানিয়েছে, ওসামা বিন জায়েদ মসজিদ, আল-হুব মার্কেট ও জাসের ভবনসহ খান ইউনুসের কেন্দ্রস্থলে অবিরাম গোলাবর্ষণ করছে ইসরায়েলের জঙ্গী বিমানগুলো । এতে গত ২৪ ঘন্টায় অন্তত ১৩ জন নিহত ও বহু আহত হয়েছেন। বৃহস্পতিবর থেকে শুক্রবার বিকেল পর্যন্তু ২৪ ঘন্টায় সবচাইতে ভয়াবহ হালা চালান হয়েছে।

জাতিসংঘ আরও জানিয়েছে, রাফাহর আল-শাবুরা শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েলি গোলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news