নেতানিয়াহুর ধমকের পর ইসরায়েলি জিম্মিদের স্বজনদের অনশন ধর্মঘটের হুমকি

 জিম্মিদের পরিবারের সদস্যরা এমন ধর্মঘটের হুমকি দিয়ে বলছেন যে, গাজায় হামলা জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টার পরিপন্থি। ইসরায়েলের গণমাধ্যম এ খবর জানিয়েছে। 

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে নতুন জিম্মি-বন্দি বিনিময় চুক্তি না হওয়া পর্যন্তু এ অনশন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন জিম্মিদের পরিবারের সদস্যরা। 

শুক্রবার ইদিয়োথ আহরোনোত পত্রিকা জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছেন। ১০০ পরিবার অভিযোগ করে যে, নেতানিয়াহু তাদের মঝে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছেন যাতে তাদের দাবি তিনি এড়িয়ে যেতে পারেন।

পত্রিকাটি জানায়, পরিবারগুলো নেতানিয়াহুকে শনিবার সন্ধ্যা পর্যন্তু তাদের সঙ্গে বৈঠক কা ও জিম্মিদের মুক্তির বিষয়ে কাজ করার জন্য চূড়ান্তু সময় বেঁধে দিয়েছে।

 তবে পরিবারগুলোর এ হুমকির ব্যাপারে ইসরায়েলের কট্টরপন্থী সরকার এখনো কোন জবাব দেয়নি। 

সেনাদের হাতে তিনজন জিম্মি নিহত হওয়ার পর পরিবারের সদস্যরা তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news