যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানভিত্তিক ইসরায়েলি সামরিক হামলার খবর তার কাছে আগেই পৌঁছেছিল। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, তেহরানকে পারমাণবিক বোমা তৈরি করতে দেওয়া যাবে না। ট্রাম্প আরও বলেন, “ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র লাভ করতে পারবে না। আমরা আবারো আলোচনার টেবিলে ফিরতে চাই, দেখা যাক কী হয়।”
এর আগে, ইরানে ইসরায়েলি হামলা চলাকালীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই হামলায় কোনোভাবেই জড়িত নয়। তিনি বলেন, “ইসরাইল একতরফাভাবে এই সামরিক পদক্ষেপ নিয়েছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের নিরাপত্তা আমাদের শীর্ষ অগ্রাধারী বিষয়।” তিনি বলেন, “আমরা ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং নিরাপত্তা নিশ্চিত করছি।”
হামলার জবাবে তেহরান থেকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে বলে জানানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানিয়েছেন, প্রায় ১০০টি ইউএভি (ড্রোন) ইসরাইলের দিকে নিক্ষেপ করা হয়েছে, যা আটকানোর কাজ চলছে। হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
ইসরাইল সরকার জরুরি অবস্থা জারি করেছে এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সতর্ক করেছেন, “ইরান শিগগিরই পাল্টা হামলা চালাতে পারে।”
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তেহরানসহ বিভিন্ন শহরে আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেখানে নারী ও শিশুসহ বহু মানুষ আহত ও নিহত হয়েছেন।


