ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো ও ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনা আন্তর্জাতিক মহলে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

ফোনালাপে উভয় নেতাই ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন। এমানুয়েল ম্যাঁক্রো পরে এক্স (টুইটার)–এ দেওয়া পোস্টে লেখেন, "আমি স্পষ্টভাবে বলেছি, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। সেই নিশ্চয়তা তাদেরই দিতে হবে।"

তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি, এখনো যুদ্ধ থামানোর পথ রয়েছে এবং বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব।"

জবাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ়ভাবে জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং গবেষণা ও জ্বালানি উৎপাদনে ব্যবহারের জন্যই এটি পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে আন্তর্জাতিক নিয়মের আওতায় আমাদের গবেষণা ও পরমাণু জ্বালানি ব্যবহারের অধিকার অবশ্যই থাকবে।”

বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ ইরান-ইইউ সম্পর্ক স্বাভাবিক করতে একটি সম্ভাব্য কূটনৈতিক পথ দেখায়, যেখানে দু’পক্ষই উত্তেজনা প্রশমনে আগ্রহী। তবে পশ্চিমা দেশগুলোর নজর থাকবে ইরানের প্রকৃত কর্মসূচির ওপর।

উল্লেখ্য, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর ইরান ও পশ্চিমাদের মধ্যে সম্পর্ক টানাপড়েন চলছে। সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেও এই আলোচনার ইঙ্গিত কিছুটা আশার সঞ্চার করেছে।

news