ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) তাদের বোর্ড অব গভর্নরসের জরুরি বৈঠক আহ্বান করেছে। রোববার (২২ জুন) এক্স (সাবেক টুইটার)–এ এক পোস্টে সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত বৈঠকের আয়োজন করা হচ্ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় সফল বিমান হামলা চালিয়েছে। এই হামলার ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে।
আইএইএ জানিয়েছে, হামলার পর প্রাথমিকভাবে পারমাণবিক সাইটগুলোর বাইরে কোনো রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা বৃদ্ধির খবর পাওয়া যায়নি। সংস্থাটি বলেছে, পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে তারা মূল্যায়ন জানাবে।
তেহরান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার পূর্ণ তদন্ত এবং আন্তর্জাতিক পদক্ষেপ দাবি করেছে। ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এক চিঠিতে আইএইএ প্রধান গ্রোসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানান।
এদিকে ইরানের সংসদের পররাষ্ট্র কমিটির চেয়ারম্যান আব্বাস গোলরু জানিয়েছেন, এই হামলার প্রেক্ষাপটে দেশটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করছে। তিনি উল্লেখ করেন, চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় স্বার্থ হুমকির মুখে পড়লে কোনো দেশ এ চুক্তি থেকে সরে যাওয়ার অধিকার রাখে।
এই হামলার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ আরও প্রকট হয়ে উঠেছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা।


