থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক ভয়াবহ সড়ক ধসের ঘটনা ঘটেছে। বুধবার সকালেই দুসিত জেলার সামসেন রোডে ভূগর্ভস্থ মেট্রোরেল নির্মাণকাজ চলার সময় হঠাৎ সড়ক ধসে মাটির নিচে বিশাল গর্ত তৈরি হয়। ঘটনাস্থলটি ভাজিরা হাসপাতালের সামনেই হওয়ায় আশপাশের মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হঠাৎ করেই সড়কের বড় অংশ ধসে নিচে চলে গেছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকেই মন্তব্য করেছেন, দৃশ্যটি যেন কোনও প্রলয়ঙ্করী সিনেমার মতো।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে বহির্বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। প্রায় সাড়ে তিন হাজার রোগীকে তাদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দিতে হয়েছে।
ব্যাংকক গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত স্থানীয় সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড-কে জানিয়েছেন, “আন্ডারগ্রাউন্ড স্টেশনের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ওপরে থাকা মাটি টানেলের দিকে প্রবাহিত হয়। ফলে পার্শ্ববর্তী ভবনগুলোও হেলে যায়। ধসে যাওয়া অংশে নরম মাটি এবং পর্যাপ্ত সমর্থন কাঠামো না থাকার কারণে বিপর্যয় ঘটেছে। যদিও সড়কের অন্য পাশ তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।”
এদিকে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে।


