বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন—ন্যাটো কি সত্যিই তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে? বাল্টিক অঞ্চলে পুতিনের ভয়ংকর জুয়া গোটা ইউরোপকে নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমান ঢুকে পড়া শুধু অনুপ্রবেশ নয়, এটি ছিল ন্যাটোর শক্তি আর ঐক্যের সরাসরি পরীক্ষা। যুক্তরাষ্ট্র, ইউরোপ আর বাল্টিক দেশগুলো কি একসঙ্গে দাঁড়াতে পারবে, নাকি বিভক্ত হয়ে পড়বে রাশিয়ার চতুর খেলার সামনে?

news