এশিয়া কাপের ফাইনাল মানেই ভারত-পাকিস্তানের লড়াইয়ে বাড়তি উত্তেজনা। দুবাইয়ে রোববার রাতে জমজমাট ফাইনালে সেই উত্তেজনারই সাক্ষী হলো বিশ্ব ক্রিকেটপ্রেমীরা। রোমাঞ্চকর উত্থান-পতনের পর শেষ হাসি হেসেছে ভারতই।
ম্যাচ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিফেসবুকে স্ট্যাটাস দিয়ে খোঁচা দিতে ছাড়লেন না প্রতিপক্ষকে। তিনি লিখেন—
খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।
স্ট্যাটাসে তিনি শুধু ক্রিকেট নয়, সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কথাও টেনে আনেন। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুর’-এর সফলতা** নিয়েও ইঙ্গিত দেন তিনি। পাকিস্তান দাবি করে আসছে, সে অভিযানে ভারতের অন্তত **ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত** করা হয়েছিল। পাল্টা আঘাতও হানে ইসলামাবাদ।
এদিকে ক্রিকেটে জয়ের পর ভারতজুড়ে উৎসবের আমেজ। রাস্তায় নেমে এসেছে মানুষ, চলছে আনন্দ মিছিল, বাজছে ঢোল, শোনা যাচ্ছে দেশাত্মবোধক স্লোগান।
এত আনন্দের কারণও যথেষ্ট বড়। ৪১ বছর পর প্রথমবারের মতো ভারত-পাকিস্তান মুখোমুখি হলো এশিয়া কাপ ফাইনালে।** প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয় মহারণে। শেষ ওভারের টানটান উত্তেজনার পর জয় নিশ্চিত করে ভারত।
ম্যাচ জয়ের নায়ক ছিলেন তিলক ভর্মা যিনি চাপের মুহূর্তে খেলেছেন দারুণ দায়িত্বশীল ইনিংস। তাঁর অপরাজিত অর্ধশতকই ভারতের হাতে তুলে দেয় কাঙ্ক্ষিত ট্রফি


