গাজা যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার জবাব দিয়েছে হামাস। শুক্রবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা, হামাসের একটি সূত্রের বরাতে।
ট্রাম্প নির্দেশ দিয়েছিলেন, আগামী রবিবারের মধ্যে প্রস্তাবের জবাব দিতে হবে। কিন্তু তার আগেই হামাস জানাল তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।
হামাসের শর্ত ও অঙ্গীকার
এক বিবৃতিতে হামাস ঘোষণা করেছে, তারা দখলদার বাহিনীর সব বন্দি—জীবিত কিংবা মৃতদেহ উভয়ই মুক্তি দিতে রাজি। তবে শর্ত হলো, ট্রাম্পের প্রস্তাবিত বিনিময় সূত্র অনুযায়ী মাঠপর্যায়ের সব শর্ত সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, বন্দি বিনিময়ের বিস্তারিত আলাপ-আলোচনার জন্য তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত।
এছাড়া হামাস ঘোষণা দিয়েছে, তারা গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি স্বতন্ত্র টেকনোক্র্যাট সরকারের কাছে হস্তান্তর করতে রাজি, যা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত হবে এবং আরব ও ইসলামি বিশ্বের সমর্থন পাবে।
ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি
এর আগে শুক্রবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে লিখেছিলেন, আগামী রবিবার (৫ অক্টোবর) ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টার মধ্যেই চুক্তি হতে হবে। অন্যথায়, হামাসের ওপর নেমে আসবে “অভূতপূর্ব নরক”।
এই ঘোষণা গাজা সংকটকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন সবার নজর ট্রাম্পের কঠিন শর্ত ও হামাসের আলোচনায় বসার প্রস্তুতির দিকে।


