ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক অদ্ভুত অভিযোগে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনার ঝড়। লোধসা গ্রামের মেরাজ নামের এক ব্যক্তি দাবি করেছেন, তাঁর স্ত্রী নাসিমুন প্রতি রাতে সাপের রূপ ধারণ করেন এবং তাঁকে কামড়ানোর চেষ্টা করেন। এ ধরনের অভিযোগে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষও হতবাক।

ঘটনাটি সামনে আসে জেলার ‘সমাধান দিবস’ অনুষ্ঠানে। এদিন জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ বিদ্যুৎ, রাস্তা বা রেশন কার্ড-সংক্রান্ত সমস্যা নিয়ে হাজির হন জেলা প্রশাসকের কাছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ অভিযোগ শোনান মেরাজ। তিনি সরাসরি জেলা প্রশাসকের সামনে দাঁড়িয়ে বলেন, “স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপে রূপ নেয়। সে আমাকে তাড়া করে কামড়ানোর চেষ্টা করে।”

মেরাজ অভিযোগ করেন, একাধিকবার তার স্ত্রী হত্যার চেষ্টা করেছেন। প্রতিবারই তিনি ঘুম থেকে হঠাৎ জেগে প্রাণ বাঁচান। তিনি বলেন, “আমাকে মানসিকভাবে প্রচণ্ড নির্যাতন করছে। কোনো এক রাতে ঘুমের মধ্যে সে আমাকে মেরে ফেলতে পারে।”

এই অদ্ভুত অভিযোগ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা নানা মন্তব্য করতে থাকেন। একজন লিখেছেন, “সে কাকে কাকে কামড়েছে কে জানে!” আরেকজন মজা করে লেখেন, “তুমি কি ওর নাগমণি কোথাও লুকিয়ে রেখেছ?” কেউ আবার লিখেছেন, “তোমারও উচিত কোবরা হয়ে যাওয়া।”

কিছু নেটিজেন বলিউডের প্রসঙ্গ টেনে আনেন। তারা লিখেছেন, “লোকটা ভাগ্যবান, বিবাহিত জীবনে সে শ্রীদেবীকে পেয়েছে।” এখানে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ১৯৮৬ সালের সিনেমা ‘নাগিনা’ উল্লেখ করা হয়েছে, যেখানে শ্রীদেবী অভিনয় করেছিলেন রূপ বদলানো সাপের চরিত্রে।

অভিযোগ হাতে পাওয়ার পর জেলা প্রশাসক ঘটনাটিকে গুরুত্বসহকারে নিয়েছেন। তিনি উপবিভাগীয় কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তারা বিষয়টিকে মানসিক হয়রানির ঘটনা হিসাবেও দেখছে। মেরাজ জানিয়েছেন, তাঁর স্ত্রী ইতিমধ্যেই একবার তাঁকে কামড় দিয়েছেন এবং প্রায় প্রতিরাতে সাপের রূপে তাড়া করছেন।

মেরাজ আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন। আবেদনে নিজের ভোগান্তির বিস্তারিত উল্লেখ করে নিরাপত্তা চাওয়া হয়েছে।

যতটা অবিশ্বাস্য শোনালেও, অভিযোগটি এলাকায় তীব্র আলোচনা সৃষ্টি করেছে। কেউ মনে করছেন, এটি মানসিক সমস্যার প্রকাশ, আবার কেউ রসিকতার চোখে দেখছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

 

news