ইলিনয়েস অঙ্গরাজ্য এবং এ অঙ্গরাজ্যের রাজধানী শিকাগোতে সেনা মোতায়ানের নির্দেশ দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইলিনয়েস রাজ্য প্রশাসন।
মামলা সোমবার ইলিনয়েসের উচ্চ আদালতে দায়ের করা হয়। রাজ্যের গভর্নর জে. বি. প্রিৎজকার এক সংবাদ সম্মেলনে বলেন, ট্রাম্পের সেনা মোতায়নের সিদ্ধান্ত ‘অপ্রয়োজনীয়’ এবং সংবিধানের সঙ্গে সামঞ্জস্যহীন’, তাই মামলা করা হয়েছে।

ইলিনয়েসে ডেমোক্রেটিক পার্টির অবস্থান শক্তিশালী, এবং দলটির নেতারা মনে করছেন, ট্রাম্প এই মোতায়ানের মাধ্যমে ডেমোক্রেটদের চাপ দেওয়ার চেষ্টা করছেন।
গত সপ্তাহে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দেন ইলিনয়েসে ন্যাশনাল গার্ডের ৩০০ সদস্য মোতায়েন করার জন্য। পরে টেক্সাস থেকে আরও ৪০০ সেনা সদস্য ইলিনয়েস এবং শিকাগোতে পাঠানোর নির্দেশ দেন তিনি।

২০ জানুয়ারি প্রেসিডেন্ট শপথ গ্রহণের পর ট্রাম্প নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠানো সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এরপর থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার অভিযানে পুলিশ ও কাস্টমস বাহিনীকে সহায়তা করার জন্য ন্যাশনাল গার্ডকে নির্দেশ দেওয়া হয়।

সেনা মোতায়েনের পর এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, এটা নিয়ে এত আলোচনা-সমালোচনার কিছু নেই। অস্থিরতা ও বিদ্রোহ দমনের জন্য সংবিধানে সেনা মোতায়নের বিধান আছে। ইনসারেকশন অ্যাক্ট ১৭৯২ অনুযায়ী, কোনো অঙ্গরাজ্যে চরম অস্থিরতা বা বিদ্রোহ শুরু হলে প্রেসিডেন্ট সেনা মোতায়ন করতে পারেন।
তাছাড়া তিনি শিকাগোকে যুদ্ধক্ষেত্র, নরকের গর্ত এবং বিশ্বের অন্যতম বিপজ্জনক শহর বলেও উল্লেখ করেন।
 

news