দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পেট্রল ও ডিজেলের ভয়াবহ ঘাটতির কারণে রাজধানী বামাকোর যানবহনও প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

রবিবার রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএমে সম্প্রচারিত এক ঘোষণায় মালির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, দেশজুড়ে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তিনি আরও বলেন, “যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে ১০ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু হবে।”

সশস্ত্র গোষ্ঠীর অবরোধে তীব্র জ্বালানি সংকট

গত কয়েক সপ্তাহ ধরে মালি ভয়াবহ জ্বালানি সরবরাহ ব্যাঘাতে ভুগছে। কারণ, সশস্ত্র গোষ্ঠীগুলো দেশের উত্তর ও মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ ট্যাংকার চলাচলের রাস্তাগুলো অবরোধ করে রেখেছে, বিশেষ করে রাজধানী বামাকোর আশপাশের এলাকায়।

এই অবরোধের ফলে দেশের পেট্রলপাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে, অনেক স্থানে গণপরিবহন সম্পূর্ণ বন্ধ, এমনকি মোটরসাইকেল ট্যাক্সি সেবাও অচল হয়ে পড়েছে।
যে শহর একসময় জনসমাগমে সরগরম ছিল, সেই বামাকো এখন নিস্তব্ধ ও অচল শহরে পরিণত হয়েছে।

ক্লাস স্থগিত ও শিক্ষার্থীদের দুর্ভোগ

জ্বালানি সংকটের প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে, কারণ শিক্ষক–শিক্ষার্থীরা জ্বালানি না থাকায় ক্যাম্পাসে যেতে পারছেন না।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে বিকল্প উপায়ে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা করার বিষয়টি বিবেচনা করছে।

কূটনৈতিক সংকেত: মালি ছাড়ছেন বিদেশিরা

ক্রমবর্ধমান জ্বালানি সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে মালি থেকে নিজেদের অপ্রয়োজনীয় কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে, তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, রাজধানীর বাইরে জরুরি বা নিয়মিত কনস্যুলার সেবা দেওয়া সম্ভব নয়, এবং দেশটিতে ভ্রমণবিষয়ক উচ্চ সতর্কতা নির্দেশনা বহাল রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মালি এখন এক ভয়াবহ সংকটে — একদিকে জ্বালানি ঘাটতি, অন্যদিকে নিরাপত্তা হুমকি। এই দুই বিপর্যয়ের প্রভাব পড়ছে দেশের অর্থনীতি, শিক্ষা এবং কূটনৈতিক সম্পর্কের ওপর।

 

news