তানজানিয়ায় তীব্র হয়ে উঠেছে রাজনৈতিক অশান্তি। দেশটির প্রধান বিরোধী দল চাদেমা একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক নির্বাচন-পরবর্তী তিন দিনের বিক্ষোভ ও সহিংসতায় প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করে দলটি।
বিরোধী দল চাদেমার মুখপাত্র জন কিতোকা জানান, শুক্রবারই বিক্ষোভকারীরা দেশের অর্থনৈতিক রাজধানী দার এস সালামের সিটি সেন্টারের দিকে মিছিল করার সময় এই সহিংসতা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, "আমরা এই মুহূর্তে যে তথ্য পেয়েছি, তাতে দার এস সালামে নিহতের সংখ্যা প্রায় ৩৫০ এবং মওয়ানজাতে ২০০-এর বেশি। দেশের অন্যান্য অঞ্চলের সংখ্যা যোগ করলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ৭০০।"
বিরোধী দলের এই দাবি যে একেবারে অমূলক নয়, তা ইঙ্গিত করে একটি নিরাপত্তা সূত্রও। তারা এএফপিকে জানায়, তারা একই রকম সংখ্যা শুনেছে এবং এই পরিসংখ্যান তানজানিয়ান সেনাবাহিনীর মধ্যেও চালাচালি হচ্ছে। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এখনও পর্যন্ত অন্তত ১০০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
কিতোকা ব্যাখ্যা করেন কীভাবে তারা এই সংখ্যায় পৌঁছালেন। তিনি বলেন, চাদেমা দলের সদস্যরা সরাসরি হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকে গিয়ে 'লাশ গণনা' করার মাধ্যমে এই তথ্য সংগ্রহ করেছেন। এএফপি যখন একাধিক হাসপাতাল ও ক্লিনিকে যোগাযোগ করার চেষ্টা করে, তখন সংশ্লিষ্ট কর্মীরা ভয়ের কারণে কথা বলতে রাজি হননি।
এই পরিস্থিতিতে সরকারের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন কিতোকা। তার দাবি, "সরকারের কাছে আমাদের বার্তা খুবই স্পষ্ট: আমাদের বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করুন। পুলিশের বর্বরতা বন্ধ করুন। জনগণের রায়, অর্থাৎ নির্বাচনী ন্যায্যতার প্রতি সম্মান দেখান।" তিনি আরও মন্তব্য করেন, "সেখানে কোনো নির্বাচনই হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা দরকার।"
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            