তানজানিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হলো বর্তমান প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে।

বিরাট জয়, কিন্তু বিতর্ক কেন?
শনিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এই নির্বাচনে প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচনে জয়ী হয়েছেন।

তবে এই বিপুল ভোটপ্রাপ্তি নিয়ে দেশজুড়ে চলছে তীব্র বিতর্ক ও সমালোচনা। কারণ, এই নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বিরোধী প্রার্থীদের হয় জেলে পাঠানো হয়েছে অথবা তাদের নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই দেশটিতে কয়েক দিন ধরে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে।

তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট
উল্লেখ্য, সামিয়া সুলুহু হাসান তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সমালোচকরা বলছেন, বিরোধী দলকে দমন করে তিনি এই একচেটিয়া জয় নিশ্চিত করেছেন।

 

news