নিউইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। কিন্তু এই জয়ে সন্তুষ্ট নন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি বললেন—যেসব ইহুদি ভোটার মামদানিকে সমর্থন করেছেন, তারা “স্টুপিড” বা বোকা!

বুধবার (৫ নভেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ স্যোশাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “নিউইয়র্কের মেয়র নির্বাচনে যারা মামদানিকে ভোট দিয়েছেন, সেই ইহুদিরা নিজেদের বিরুদ্ধেই কাজ করেছেন। এটা একপ্রকার ইহুদিবিদ্বেষ।”

এর আগেই ট্রাম্প সতর্ক করেছিলেন—“যদি মামদানি মেয়র হন, তাহলে নিউইয়র্ক সিটির জন্য কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দেব।”
তখন তিনি ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন।

কিন্তু ট্রাম্পের সেই হুমকি উপেক্ষা করে মঙ্গলবারের নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন জোহরান মামদানি। স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে তিনি শুধু মেয়রই হননি, বরং নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন।

এই নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন—যা প্রেসিডেন্ট নির্বাচন বাদে নিউইয়র্কে সর্বোচ্চ আগাম ভোটের রেকর্ড। ভোট গ্রহণ শুরু হয়েছিল স্থানীয় সময় সকাল ৬টায় এবং শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)।

অ্যাস্টোরিয়ার একটি ভোটকেন্দ্রে ভোট দেন মামদানি। প্রচারণার সময় তিনি জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন এবং তরুণদের কর্মসংস্থান–এই তিনটি ইস্যুকে কেন্দ্র করে ভোটারদের মন জয় করেন।

তার এই জয়ে নিউইয়র্ক সিটির তরুণ ও প্রগতিশীল ভোটারদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের মতো কট্টর ডানপন্থী নেতার শাসনকাল পরবর্তী এই জয় আমেরিকার রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দিয়েছে।
একজন মুসলিম প্রার্থী হিসেবে নিউইয়র্কের মতো শহরে মেয়র হওয়া—এটি শুধু প্রতীকী বিজয় নয়, বরং মার্কিন সমাজে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত।

 

news