ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবার দিলেন কড়া হুঁশিয়ারি। তিনি স্পষ্টই বলে দিয়েছেন, ভারত যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। মূলত কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী দেশ পাকিস্তানকে লক্ষ করেই এই সতর্কবার্তা দিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী বলেছেন, পাকিস্তানের আক্রমণাত্মক আচরণের জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা দেশকে 'অপারেশন সিঁদুরের' মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি এই অভিযানকে 'মাত্র ৮৮ ঘণ্টার ট্রেলার' বলে উল্লেখ করেন।

সোমবার নয়াদিল্লিতে 'চাণক্য ডিফেন্স ডায়লগসের' একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, "অপারেশন সিঁদুর ছিল শুধু একটি ট্রেলার, যা ৮৮ ঘণ্টায় শেষ হয়েছে। ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান যদি সুযোগ দেয়, তাহলে আমরা এই প্রতিবেশী দেশকে শেখাব কীভাবে দায়িত্বশীল আচরণ করতে হয়।"
সেনাপ্রধান আরও স্পষ্ট করে বলেন, "আমরা বলতে পারি না যুদ্ধ কতদিন চলবে – এবার ৮৮ ঘণ্টা, পরেরবার চার মাস বা চার বছরও হতে পারে। তাই দীর্ঘ যুদ্ধের জন্য পর্যাপ্ত খাদ্য, সরঞ্জাম ও অস্ত্রভান্ডার থাকা জরুরি।"
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত 'নতুন নরমাল' তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদকে উৎসাহ দিলে তা ভারতের জন্য উদ্বেগজনক। "ভারত উন্নয়নের পথে এগোচ্ছে – কেউ বাধা সৃষ্টি করলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো। কথা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না," যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর জম্মু-কাশ্মীরের পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে।

 

news