শীতকালে বিশ্বের দ্বিতীয় সেরা পর্যটন গন্তব্য হয়েছে দুবাই! মধ্যপ্রাচ্যে তো বটেই, সারা বিশ্বে শীতের ছুটিতে ভ্রমণপিপাসুদের কাছে এখন সবচেয়ে পছন্দের জায়গাগুলোর একটি সংযুক্ত আরব আমিরাতের এই শহর। এমসি ট্রাভেলের সর্বশেষ প্রতিবেদনে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

দুবাইয়ের আকর্ষণ বলতে শেষ করা যাবে না। একদিকে যেমন আছে সোনালি বালুর মরুভূমি, অন্যদিকে তেমনি উঁচু উঁচু অট্টালিকার দৃষ্টিনন্দন স্কাইলাইন। শীতকালে এখানকার আবহাওয়া হয় খুবই মনোরম – পরিষ্কার আকাশ, আরামদায়ক তাপমাত্রা আর রোদেলা দিন পর্যটকদের জন্য ।

প্রকৃতি প্রেমীদের জন্য আছে মরুভূমি সাফারি, ডিউন ব্যাশিং, উটে চড়া। অ্যাডভেঞ্চার প্রেমীরা হাট্টা মাউন্টেনের হাইকিং ট্রেইল বা আল কুদরা লেকে বাইকিং ও ক্যাম্পিং করতে পারেন। আর শহুরে বিলাসিতা উপভোগ করতে চাইলে আছে বিশ্বমানের শপিং মল, বিলাসবহুল হোটেল, বিভিন্ন দেশের cuisine-এর রেস্টুরেন্ট এবং।

শীতকালে দুবাইয়ে চলতে থাকে নানা রকম উৎসব। কনসার্ট, ফুড ফেস্টিভ্যাল, শপিং কার্নিভাল, আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট – এর কোনটাই বাদ যায় না। আর নতুন বছর উদযাপন তো কথাই নেই! এসব কারণেই শীত মৌসুমে লাখ লাখ পর্যটক ছুটে আসেন দুবাইতে।

পরিসংখ্যানই বলছে এর প্রমাণ। চলতি বছরের প্রথম ৯ মাসে দুবাইয়ে পর্যটকের সংখ্যা ছিল ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার। গড়ে প্রতিদিন ৫১ হাজার ১০০ জন পর্যটক এসেছেন, যা গত বছরের তুলনায় দিনপ্রতি ২ হাজার ৩০০ জন বেশি। প্রকৃতি, আধুনিকতা, অ্যাডভেঞ্চার আর বিলাসিতার এই অনন্য মিশেলই দুবাইকে শীতকালীন পর্যটনের শক্তিশালী ব্র্যান্ডে পরিণত করেছে।

 

news