গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ আর গণহত্যায় এবার সরাসরি জড়িয়ে পড়ল ইউরোপের একটা দেশের নাম। প্রো-ফিলিস্তিনি সংগঠনগুলোর তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য—পোল্যান্ডের সরকারি কোম্পানি নাইট্রো-কেমই গোপনে টিএনটি সরবরাহ করছে ইসরায়েলের বোমায়!
একটি যৌথ রিপোর্টে জানানো হয়েছে, নাইট্রো-কেম আমেরিকার বড় বড় অস্ত্র কোম্পানিগুলোকে টন টন টিএনটি ট্রিনিট্রোটলুইন দিচ্ছে। এই টিএনটি দিয়েই তৈরি হচ্ছে গোলা, বোমা আর গ্রেনেড—যেগুলো শেষমেশ পৌঁছে যাচ্ছে ইসরায়েলের কাছে।

মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে ‘পিপলস এমবার্গো ফর প্যালেস্টাইন’, ‘প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্ট’, ‘শ্যাডো ওয়ার্ল্ড ইনভেস্টিগেশনস’ ও ‘মুভমেন্ট রিসার্চ ইউনিট’ বলেছে—ইইউ আর ন্যাটোর মধ্যে শুধু পোল্যান্ডই এত বড় মাপের টিএনটি তৈরি করে। আর সেই টিএনটি ব্যবহার হচ্ছে গাজায় ফেলা এমকে-৮০ সিরিজের এয়ার-ড্রপ বোমা আর ভয়ঙ্কর শক্তিশালী ব্লু-১০৯ পেনিট্রেটর বোমায়।
প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্টের নেত্রী নাদিয়া তান্নুস আল-জাজিরাকে বলেছেন, “এই রিপোর্ট একদম স্পষ্ট করে দিয়েছে যে নাইট্রো-কেম আর পোল্যান্ড সরকার গণহত্যার সাপ্লাই চেইনের বড় একটা অংশ হয়ে দাঁড়িয়েছে।”

আরও চমকে দেওয়া তথ্য—আমেরিকায় এখন নিজেদের কোনো টিএনটি তৈরি হয় না। আমদানি করা টিএনটির ৯০ শতাংশই আসে পোল্যান্ড থেকে! এমনকি নাইট্রো-কেম সরাসরি ইসরায়েলের কাছেও টিএনটি আর অন্যান্য বিস্ফোরক বিক্রি করেছে।
জাতিসংঘের বিশেষজ্ঞরা আগেই বলেছেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং সব দেশকে জেনোসাইড কনভেনশন মেনে দায়িত্ব নিতে হবে।
নাদিয়া তান্নুস আরও বলেন, “এই রিপোর্টে পোল্যান্ডের ভূমিকা একদম পরিষ্কার হয়ে গেছে—লাখ লাখ ফিলিস্তিনির হত্যায় তারা সরাসরি জড়িত।”

 

news