মোট আটক ৪৬৮ জন!মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিবাসন–সংক্রান্ত অপরাধে মোট ৪৬৮ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১৭৪ জনই বাংলাদেশি নাগরিক।বৃহস্পতিবার নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশন বিভাগের মোট ৫৪৭ জন সদস্য ও কর্মকর্তার চারটি দল অংশ নেয়।
ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থল এবং সবজি খামার ঘিরে চারটি পৃথক জোনে অভিযান চালানো হয়।যেভাবে ধরা পড়লেন বিদেশিরাদেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, অভিযানে অনেক বিদেশিকে সবজি প্যাক করার কাজে ব্যস্ত অবস্থায় পাওয়া যায়।
কর্তৃপক্ষের উপস্থিতি টের না পাওয়ায় তারা পালানোরও সুযোগ পায়নি।ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাআবান জানান, স্থানীয় কমিউনিটির অভিযোগের ভিত্তিতে এক মাস আগেই এই অভিযানটি পরিকল্পনা করা হয়।গোয়েন্দা নজরদারিতে দেখা যায়:সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে বিদেশিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
পাহাড়ি এলাকা এবং শহর থেকে দূরবর্তী অবস্থান হওয়ায় এই এলাকাটি বিদেশিদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে।অনেক স্থানীয় ব্যবসায়ী বিদেশি শ্রমিক নিয়োগে আগ্রহী হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।গ্রেপ্তারের কারণ ও সংখ্যাএই অভিযানে মোট ১ হাজার ৮৮৬ বিদেশির কাগজপত্র যাচাই করা হয় এবং এর মধ্যে গ্রেপ্তার করা হয় ৪৬৮ জনকে। তাদের অপরাধগুলোর মধ্যে ছিল—মেয়াদোত্তীর্ণ ভিসা, ভ্রমণ নথির না থাকা এবং সন্দেহভাজন ভুয়া অস্থায়ী কাজের অনুমতিপত্র প্রদর্শন।
গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে রয়েছে:দেশের নামগ্রেপ্তারের সংখ্যামিয়ানমার১৭৫ জনবাংলাদেশ১৭৪ জনইন্দোনেশিয়া৬৭ জননেপাল২০ জনপাকিস্তান১৬ জনভারত১১ জনঅন্যান্য (ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন, কম্বোডিয়া)১ জন করেআটককৃতদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪টি শিশু রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। তাদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে বলে জানা গেছে।
