জাপান আবারও পারমাণবিক শক্তির দিকে ফিরে যাওয়ার পথে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি আবার চালু করতে ইতি গত সপ্তাহেই চূড়ান্ত সবুজ সংকেত দিতে পারে দেশটি।
বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের সূত্র ধরে এএফপি এই খবর দিয়েছে। ২০১১ সালের ভয়াবহ ফুকুশিমা দুর্যোগের পর জাপান তাদের সব পারমাণবিক রিঅ্যাক্টর বন্ধ করে দিয়েছিল। কিন্তু জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশটি এখন আবারো পুরোদমে পারমাণবিক শক্তির দিকে ফিরছে।
জাপানের স্থানীয় সংবাদমাধ্যম কিওদো নিউজ এবং নিক্কেই বিজনেস ডেইলির খবর বলছে, নিগাতা প্রিফেকচারের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এই সপ্তাহেই স্থানীয় গভর্নরের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে যাচ্ছে।
নিগাতার গভর্নর হিদেয়ো হানাজুমি এই বিষয়টি নিয়ে শুক্রবার একটি সংবাদ সম্মেলন করবেন বলেই অনুমান করা হচ্ছে। এই বিশাল বিদ্যুৎকেন্দ্রে মোট সাতটি রিঅ্যাক্টর থাকলেও, প্রথম ধাপে শুধুমাত্র একটি করে রিঅ্যাক্টর চালু করা হবে।
২০১১ সালের সুনামি এবং ফুকুশিমার ভয়াবহ বিপর্যয়ের পর জাপানের সাধারণ মানুষের মনে পারমাণবিক নিরাপত্তা নিয়ে গভীর এক আতঙ্ক তৈরি হয়েছিল। তারপরও, জ্বালানির চাহিদা মেটাতে দেশটিকে এখন আবারও পারমাণবিক শক্তি উৎপাদন বাড়ানোর এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।
