মোজাম্বিকের উত্তরাঞ্চল কাবো দেলগাদোতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে আইএসআইএস–সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী। মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএইডের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর এই গোষ্ঠীর প্রভাব আরও দ্রুত ও ভয়ংকরভাবে বাড়ছে—এমনটাই বলছেন স্থানীয় মানুষ, বিশেষজ্ঞ এবং মানবাধিকারকর্মীরা।
সম্প্রতি উত্তরাঞ্চলীয় মোসিম্বোয়া দা প্রাইয়া শহরের একটি মসজিদে সশস্ত্র জঙ্গিরা আইএসআইএসের পতাকা উড়িয়ে স্থানীয় ভাষায় রাজনৈতিক বক্তব্য দেয়। মসজিদের ইমাম সুমাইল ইস্সা জানান, সাতজন সশস্ত্র জঙ্গি হঠাৎ মসজিদে ঢুকে মাইকে সবাইকে ডাকতে শুরু করে। পতাকা দেখেই তিনি ও আরেকজন ইমাম পালিয়ে সেনাদের খবর দেন।
স্থানীয়রা জানান, জঙ্গিদের মুখ খোলা ছিল এবং তারা কারও মোবাইলে ভিডিও ধারণে আপত্তি করেনি। বিশ্লেষকদের মতে, এটি তাদের আত্মবিশ্বাস, দখলকরা এলাকার ওপর নিয়ন্ত্রণ এবং ভয় তৈরি করার কৌশলেরই স্পষ্ট উদাহরণ।
মোসিম্বোয়া দা প্রাইয়া শহরে ৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে আইএসআইএস নতুন করে অভিযান শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই বেশ কয়েকজন খ্রিস্টান পুরুষকে শিরশ্ছেদ করা হয় এবং ১০ হাজারের বেশি মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়।
বিশ্বব্যাপী আইএসআইএস–সম্পর্কিত কার্যকলাপের এখন ৭৯ শতাংশই আফ্রিকায় ঘটে, আর এর ১১ শতাংশ শুধুমাত্র মোজাম্বিকেই। বিশেষজ্ঞরা বলছেন, এটি দেশটির ইতিহাসে সবচেয়ে খারাপ নিরাপত্তাহীনতার সময়।
অনেকেই মনে করছেন, ইউএসএইডের সহায়তা বন্ধ হওয়ার পরই আইএসআইএস এই অঞ্চলে পুনরায় শক্তি সঞ্চয় ও সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। ২০১৭ সাল থেকে কাবো দেলগাদো অঞ্চল জঙ্গি হামলায় বিপর্যস্ত হয়ে আছে। ২০২০–২১ সালে পুরো মোসিম্বোয়া দা প্রাইয়া শহর আইএসআইএসের নিয়ন্ত্রণে চলে যায়। পরে পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় মোজাম্বিক ও রুয়ান্ডার যৌথ সামরিক।
