পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক এখন পুরোপুরি রাশিয়ার হাতে! সোমবার রাতে ক্রেমলিনে প্রকাশিত এক ভিডিওতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দখলকে “গুরুত্বপূর্ণ বিজয়” বলে উল্লাস করলেন আর সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন।

সামরিক ইউনিফর্ম পরে কমান্ড সেন্টারে বসে পুতিন বললেন, “আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এটা বড় অগ্রগতি। এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব আমরা সবাই জানি।” তিনি আরও বলেন, বিশেষ সামরিক অভিযানের শুরুতে যে লক্ষ্য ঠিক করা হয়েছিল, পোকরোভস্ক দখল সেই লক্ষ্য পূরণের পথ আরও খুলে দিল।

রাশিয়া এই শহরকে সোভিয়েত আমলের নাম ‘ক্রাসনোয়ারমেইস্ক’ বলে ডাকে। ২০২৪-এর মাঝামাঝি থেকে ইউক্রেনের কঠিন প্রতিরোধে আটকে ছিল রুশ বাহিনী। কিন্তু এখন শহরটা পড়ে যাওয়ায় ডনেস্কের দিকে যাওয়ার রাস্তা আরও খুলে গেল। ক্রামাতোরস্ক আর স্লোভিয়ানস্কের পথও এবার রাশিয়ার জন্য সহজ হয়ে গেল।

ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে তারা আগে বলেছিল, পোকরোভস্কের উত্তরে রুশ অগ্রগতি এখনো ঠেকিয়ে রেখেছে। যুদ্ধের আগে এই শহরে ৬০ হাজারের বেশি মানুষ ছিল, আর এটি ইউক্রেনের একমাত্র রান্নার কয়লা খনির কাছাকাছি।
রয়টার্স বলছে, দুই পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে মানচিত্রে রুশ চাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। রুশ বিশ্লেষকরা বলছেন, আভদিভকার পর এটাই ২০২৪-এর সবচেয়ে বড় রুশ জয়। এতে আলোচনার টেবিলে মস্কোর হাত আরও মজবুত হবে।

রুশ সেনারা দাবি করছে, পোকরোভস্ক আর পাশের মিরনোহ্রাদে এখনো ‘শুদ্ধি অভিযান’ চলছে। সেখানে প্রায় দু’হাজার ইউক্রেনীয় সেনা ঘিরে ফেলা হয়েছে। খারকিভের ভোভচানস্ক শহরও দখল করা হয়েছে বলে দাবি করছেন কমান্ডাররা।
রুশ জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে বলেছেন, “ডনবাস পুরোপুরি দখল না হওয়া পর্যন্ত আমাদের অগ্রযাত্রা থামবে না।”

 

news